গাজীপুরে আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
আলমগীর কবীর:
গাজীপুর সিটিকর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলরসহ অত্র এলাকার মহানগর আওয়ামীলীগ নেতাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল২৬মে২০২১ইং বুধবার সিটিকর্পোরেশন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দ্যোগে চক্রবর্তী-কাশিমপুর এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদ অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে,প্রধান বক্তা এ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন ও সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামীলীগ বলেন, আমরা বিশ্বাস করি মহানগর আওয়ামীলীগের কোন নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে সম্পৃত নয়। তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের উন্নয়নে ঈর্শানীত হয়ে বিএনপি,জামায়াত ঘেসারা এ মিথ্যা মামলা দিয়েছে।
পুলিশ প্রশাসনের উদ্দেশ্য তিনি আরও বলেন,সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।আশা করি এই মামলা মিথ্যা প্রমাণিত হবে।
উক্ত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্ল্যাহ খান,ইতিহাস বিশারদ,বাগ পটু,বারবার বিপুল ভোটে নির্বাচিত পৌর মেয়র। আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন,ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা, সাবেক কাউন্সিলর গিয়াস মোল্লা, যুবলীগ নেতা রিপন, ছাত্রলীগ নেতা সায়মনসহ এলাকার স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গরা।
বক্তাদের ভাষ্য মিথ্যা ষড়যন্ত্রমুলক মিথ্যা চাঁদাবাজি মামলা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি। উক্ত প্রতিবাদ সভার সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট মাহবুবুর রহমান।